২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ কোর্সে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় ভর্তির বিজ্ঞপ্তি
11-06-2024
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ কোর্সে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় ভর্তি
উপর্যুক্ত সূত্র ও বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ কোর্সে বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীগণকে নিম্নবর্ণিত ফি “রূপালী ব্যাংক শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং”- অত্র কলেজের (GSSCBHN) ID-তে নিজের ভর্তির রোলের অনুকূলে প্রদত্ত Due Amount পরিশোধ করে Transaction ID পাওয়া যাবে। কলেজের ওয়েব সাইট www.govssc.edu.bd -তে প্রবেশ করে Online admission-এ ক্লিক করে প্রাপ্ত Transaction ID ও Admission Roll দিয়ে Verify করে কলেজ ভর্তি ফরম পূরণপূর্বক দুটি প্রিন্ট নিতে হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.ac.bd/admissions থেকে Admission Roll 3 Pin number দিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি ফরমের দুটি প্রিন্ট নিতে হবে। প্রিন্টকৃত দুটো ফরমের দুটো করে চারটি ফরমই মনোনীত বিভাগে প্রয়োজনীয় কাগজপত্র ও বিভাগীয় ফি সহ জমা দিবে।
উল্লেখ্য যে, ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৬ জুন ২০২৪ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর ২০২০-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এছাড়া ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন করার কোন সুযোগ থাকবে না ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.ac.bd/admissions) থেকে ভর্তি গাইড লাইন দেখার জন্য বলা হলো ।
রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহের শেষ তারিখ: ২৭/০৬/২০২৪
। রিলিজ স্লিপের মেধা তালিকায় মনোনীত শিক্ষার্থীদের কলেজে ফরম জমাদানের তারিখ: ১২/০৬/২০২৪ হতে ৩০/০৬/২০২৪ পর্যন্ত, সময়-সকাল ১০.০০টা হতে দুপুর ২.০০টা পর্যন্ত। (সরকারি ছুটির দিন ব্যতীত)