কলেজ আইডি কার্ড প্রদানের পূর্ব পর্যন্ত সাময়িক পরিচিতিপত্র সঙ্গে নিয়ে কলেজ ড্রেস পরিধানপূর্বক কলেজে উপস্থিত হওয়ার জন্য জরুরি বিজ্ঞপ্তি

18-08-2024

সরকারি শাহ্ সুলতান কলেজ, বগুড়ায় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, যে সকল শিক্ষার্থী ইতিমধ্যে কলেজ ড্রেস তৈরি করেছে তাদেরকে কলেজ ড্রেস পরিধানপূর্বক এবং অবশিষ্টদেরকে মার্জিত পোশাক পরিধানপূর্বক কলেজে উপস্থিত হওয়ার জন্য বলা হলো। আগামী ২৫/০৮/২০২৪ তারিখ থেকে সকলকে অবশ্যই কলেজ ড্রেস পরিধান করে কলেজে উপস্থিত হতে হবে। অন্যথায় কলেজ গাড়ীতে/কলেজে/ক্লাসে প্রবেশ করতে দেয়া হবে না । উল্লেখ্য যে, কলেজ আইডি কার্ড প্রদানের পূর্ব পর্যন্ত সাময়িক পরিচিতিপত্র সঙ্গে নিয়ে কলেজে আসতে হবে ।

Download click here...